আমনের দামে কৃষকের মুখে হাসি
কুড়িগ্রামের ৯টি উপজেলায় পুরোদমে শুরু হয়েছে কৃষকের আমন ধান কাটা ও মাড়াইয়ের ধুম। কৃষকরা মাঠ থেকে ধান কেটে তা ঘোড়ার গাড়িসহ বিভিন্ন বাহনে করে বাড়ির উঠানে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। বাজারে আমন ধানের কাঙ্ক্ষিত মূল্য থাকায় এখানে কৃষকের মুখে হাসি ফুটেছে।
আমন ধানের খড় এখানে গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় খড়ের মূল্যও এখানে অনেকাংশে বেড়েছে। এর ফলে এখানকার কৃষকরা এবার আমন চাষে লাভের মুখ দেখছেন। এখানকার হাট-বাজারে প্রতিমণ মোটা আমন ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। অপরদিকে, চিকন ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়।