রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে সুজন হাওলাদার (২২) নামের এক তরুণকে পিটিয়ে ও ইটের আঘাতে হত্যা করা হয়েছে। সুজন আসবাব তৈরির মিস্ত্রি ছিলেন।
গতকাল বুধবার এ হত্যাকাণ্ড ঘটে। আজ বৃহস্পতিবার পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ ও পরিবারের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ বলে, সুজন সপরিবারের সঙ্গে খিলগাঁও তিলপাপাড়ায় থাকতেন। গতকাল সকালে শাহজাহানপুর রেল কলোনিতে সুজনের সঙ্গে তাঁর বন্ধু এরশাদের হাতাহাতি হয়। একপর্যায়ে সুজনকে ধরে এরশাদ শাহজাহানপুর কলোনিতে তাঁর বাসায় নিয়ে যান। এ সময় এরশাদ, তাঁর মা, বোন, দুই ভাই ও কয়েকজন বন্ধু মিলে সুজনকে মারধর করে ও রড দিয়ে পেটান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.