ফরিদপুরের মধুখালী পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার মোরশেদ রহমান পথসভার নামে মিছিল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পথসভা শেষ করে পদযাত্রার নামে মিছিলের মাধ্যমে মহড়া দেওয়া হয়। এতে নারী-পুরুষসহ কয়েক শ ব্যক্তি অংশ নেন।
পৌরসভার নির্বাচণ আচরণ বিধিমালার ১১ ধারা(২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘নির্বাচনপূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনরূপ শোডাউন করা যাইবে না।’
আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার মোরশেদ রহমান বলেন, ‘আমি মিছিল করিনি, পদযাত্রা করেছি। এতে আচরণবিধি লঙ্ঘন হয়নি।’ তাঁকে নির্বাচনী আচরণবিধির ১১ নম্বর ধারা সম্পর্কে আবগত করা হলে তিনি নিরুত্তর থাকেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.