ভাঙনকবলিত বড় নদীগুলো ড্রেজিং করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আমি ভাঙন কবলিত এলাকা পরির্দশন করতে আসিনি, এসব এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি।
আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার যমুনা নদীপাড়ের ভাঙন কবলিত এলাকা পরির্দশনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ভাঙনকবলিত বড় নদীগুলো ড্রেজিং করতে হবে। আর সেই বালু দিয়ে নদীর পাড় বেঁধে সেখানে ফসল আবাদ করা হবে। নদীশাসন করার আগে বর্তমানে সমীক্ষার কাজ চলমান রয়েছে। আপাতত বড় প্রকল্প গ্রহণ করার আগে এসব এ ভাঙন কবলিত নদীর পাড় এলাকায় জিও ব্যাগ ফেলা নদীর ভাঙন রোধের ব্যবস্থা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.