You have reached your daily news limit

Please log in to continue


দুর্নীতির তদন্তে সরকারি সিদ্ধান্তের আগ পর্যন্ত নিয়োগ বন্ধ রাখার আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সব নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজের একাংশ। তাঁরা বর্তমান প্রশাসন ও উপাচার্যকে নিয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইউজিসির তদন্ত কমিটির সুপারিশের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দের’ ব্যানারে শিক্ষকেরা এই আহ্বান জানান। এ সময় দুর্নীতিবিরোধী শিক্ষকদের পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন