বাঘের দুই ছানার মৃত্যুর পর আরেকটিকে বাঁচানোর চেষ্টা
চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রায় দুই সপ্তাহ আগে জন্ম নেওয়া বাঘের তিনটি ছানার দুইটি মায়ের দুধ না পেয়ে মারা গেছে। সঙ্কটাপন্ন আরেকটিকে ফিডারে দুধ দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
গত নভেম্বর রাতে জয়া নামের একটি বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয় বলে ১২ দিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎক শাহাদাৎ হোসেন শুভ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শাবকগুলোকে মা দুধ খেতে না দেওয়ায় পরদিন একটি এবং ১৮ নভেম্বর আরেকটি ছানা মারা যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চিকিৎসা
- মৃত্যু
- বাঘের বাচ্চা