কেটে ফেলা হলো সিলেটের সেই কদমগাছটি

প্রথম আলো সিলেট মেট্রোপলিটন প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১০:৩০

প্রবেশপথের এক পাশে ছিল উঁচু কদমগাছ। গাছটির পাশাপাশি আরও কয়েকটি গাছ। কদমগাছটি হঠাৎ কেটে ফেলা হয়। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠনের কয়েকজন সদস্য সেখানে পৌঁছান। তখন সিটি করপোরেশনের নির্দেশে গাছ কাটা হয়েছে জানিয়ে দ্রুত অপসারণ করা হয় কাটা গাছটি। তবে সিটি করপোরেশন বলছে, এ বিষয়ে তাদের কিছু জানা নেই।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। শহীদ মিনারের প্রবেশপথের সবচেয়ে উঁচু কদমগাছটি কেটে ফেলা হয়। এভাবে গাছ কাটায় শহীদ মিনারে দাঁড়িয়েই তাৎক্ষণিক কর্মসূচির ঘোষণা করেছেন ‘ভূমিসন্তান বাংলাদেশ’ নামের পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। তাঁরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও