হুড়মুড়িয়ে তেজি হচ্ছে ঘূর্ণিঝড়
এ বার নিভার। অতি তীব্র ঘূর্ণিঝড় রূপে বুধবার গভীর রাতে আছড়ে পড়েছে পুদুচেরি-তামিলনাড়ু উপকূলে। এমনিতেই ফিরতি বর্ষার বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতে, তার মধ্যে জোরালো ঘূর্ণিঝড়। ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। করোনা-বিধি শিকেয় উঠে আশঙ্কা সংক্রমণ বেড়ে যাওয়ারও।
আবহবিদদের নজরবন্দি আরও একটি বিষয়। দুই সাগরেই ঘূর্ণিঝড় শক্তি বাড়াচ্ছে হুড়মুড়িয়ে। মাত্র ১৮ ঘণ্টার মধ্যে মামুলি ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনে পরিণত হয়েছিল উম্পুন। ২২ নভেম্বর ১২ ঘণ্টারও কম সময়ে অতি গভীর নিম্নচাপ থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় গতি।