বিএসএমএমইউতে করোনা কিটে ত্রুটি, ভোগান্তিতে ৮০০ মানুষ
করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে গত শনিবার ও রোববার অন্তত ৮০০ জন মানুষ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নমুনা দিয়েছে। নিয়ম অনুযায়ী, একদিনের মধ্যে সবার করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার কথা। কিন্তু চার-পাঁচ দিনেও তারা ফলাফল পায়নি। এতে চরম ভোগান্তিতে পড়ে সবাই। ভোগান্তিতে পড়া মানুষজন যখন হাসপাতালে যোগাযোগ করেন, সে সময় বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলেছে, করোনার পরীক্ষার কিটে সমস্যা থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেজন্য পুনরায় নমুনা দিতে হবে। এ ছাড়া তাদের হাতে আর কোনো পথ খোলা নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.