‘সাংবাদিকদের অবদান সোনার হরফে লেখা থাকবে’
করোনাকালীন সময়ে নিকটজনরা দূরে সরে গিয়েছিলেন, অনেকেই শুধু নিজেকে নিয়ে ভেবেছেন, তখন সাংবাদিকরা জীবন বাজি রেখে মনুষ্যত্ব ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। সাংবাদিকদের এ অবদান সোনার হরফে লেখা থাকবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘করোনায় গণমাধ্যমের লড়াই: চিত্রকর্ম ও আলোকচিত্রে’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, করোনাকালে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হবে। করোনার কঠিন সময়ে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত না করতে মিডিয়া হাউজ মালিকদের প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।