You have reached your daily news limit

Please log in to continue


‘সাংবাদিকদের অবদান সোনার হরফে লেখা থাকবে’

করোনাকালীন সময়ে নিকটজনরা দূরে সরে গিয়েছিলেন, অনেকেই শুধু নিজেকে নিয়ে ভেবেছেন, তখন সাংবাদিকরা জীবন বাজি রেখে মনুষ্যত্ব ও মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। সাংবাদিকদের এ অবদান সোনার হরফে লেখা থাকবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আজ বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘করোনায় গণমাধ্যমের লড়াই: চিত্রকর্ম ও আলোকচিত্রে’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, করোনাকালে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করা হবে। করোনার কঠিন সময়ে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত না করতে মিডিয়া হাউজ মালিকদের প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন