কলকাতায় শ্যুটিং করতে এলেন অভিষেক বচ্চন, সঙ্গে চিত্রাঙ্গদা সিংহ
শহরে জুনিয়র বচ্চন। করোনা হওয়ার পরে এই প্রথম পুরোদমে ফিল্মের শ্যুটিং শুরু করলেন অভিষেক বচ্চন। সুজয় ঘোষের কন্যা দিব্যা অন্নপূর্না ঘোষ পরিচালিত 'বব বিশ্বাস২' ছবির শ্যুটিংয়ে তিনি কলকাতার বিভিন্ন জায়গায় এ বার শ্যুট করবেন। 'বব বিশ্বাস'-এর স্ত্রীর ভূমিকায় চিত্রাঙ্গদা সিংহ। একটি বাচ্চাও এসেছে গল্পে।
বব বিশ্বাসের শ্যুটিং এ বছর জানুয়ারিতেই শুরু হয়েছিল। তখন কলকাতায় হাজির হয়েছিলেন অভিষেক। সেই সময় টানা ৪০ দিন কলকাতায় ছিলেন অভিষেক। এরপর করোনার জন্য বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।