মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস ‘দ্য রাজাসাব’, গ্রেফতার ১
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৩০
গত ৯ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দ্য রাজাসাব’। মুক্তির পর থেকেই ভারতেজুড়ে সিনেমাটি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। কোথাও কুমিরের ডামি নিয়ে প্রেক্ষাগৃহে ঢুকছেন দর্শক, আবার কোথাও বিক্ষোভে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সিনেমা হল। এমন উত্তেজনার মাঝেই নির্মাতাদের জন্য এসেছে বড় দুঃসংবাদ।
মুক্তির ঠিক একদিন পরই অনলাইনে ফাঁস হয়ে যায় ‘দ্য রাজাসাব’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় বসে সিনেমাটির দৃশ্য দেখানো হচ্ছে। পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়ে, যদিও কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে ফেলা হয়।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা