স্কুল-কলেজে অযৌক্তিক ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বাংলাদেশ প্রতিদিন বরিশাল প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৯:০৮

করোনাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে বেতনসহ নানা ফি আদায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে শিক্ষা প্রতিষ্ঠানের অযৌক্তিক ফি আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয় তারা।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে নামে-বেনামে বেতনসহ নানা ফি আদায়ের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার ব্যানারে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রফ্রন্ট সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার, জেলা শাখার সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ, সাইদুল ইসলাম, সুমাইয়া আক্তার ও সাজ্জাদ হোসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও