কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের মৃত্যু

এনটিভি দিল্লি, ভারত প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৮:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আহমেদ প্যাটেল (৭১)। দিল্লির মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মারা যান তিনি।

এনডিটিভি এক প্রতবিদেনে জানায়, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অন্যতম আস্থাভাজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন আহমেদ প্যাটেল। তিনি ছিলেন কংগ্রেসের কোষাধ্যক্ষ। তিনি একাধিকবার লোকসভা ও রাজ্যসভার সাংসদ ছিলেন।

আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল প্যাটেল জানান, রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রায় এক মাস আগে আহমেদ প্যাটেলের করোনা শনাক্ত হয়। পরে তাঁর নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। আহমেদ প্যাটেলের মৃত্যুতে কংগ্রেস, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও