![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/25/og/180708_bangladesh_pratidin_malaika-bdp.jpg)
ছেলের সঙ্গে মালাইকার ক্রিকেট খেলা
মালাইকা আরোরা একজন সুপার কুল মা। সুস্বাস্থ্যের অধিকারী ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি তার ১৮ বছর বয়সী ছেলের সঙ্গে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলেন। মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টের বাইরে এই খেলার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মা-ছেলের ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে পাপারাজ্জিরা। যেখানে মালাইকার পরনে ছিল কালো টি-শার্ট ও শর্টস। আরহানের পরনে ছিল সাদা টি-শার্ট ও গাঢ় নীল রঙের থ্রি-কোয়াটার প্যান্ট।