পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে গরুর দুধ বলে বিক্রি, ব্যবসায়ী ধরা

জাগো নিউজ ২৪ সাটুরিয়া প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১১:২৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে নকল দুধ তৈরির সময় হাতেনাতে ধরা পড়েছেন আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এ সময় ৩৪ কেজি নকল দুধ ও দুধ তৈরিতে ব্যবহৃত কেমিক্যাল জব্দ করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সাটুরিয়া উপজেলার ফুকুর হাটি গ্রামের মৃত বিষুরুদ্দিনের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, গোপন সংবাদে তিনি জানতে পারেন আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে গরুর দুধ বলে ঢাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও