কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা, প্রকৌশলীকে মারধর

প্রথম আলো কাহালু প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১১:০০

বগুড়ার কাহালু উপজেলার নিশ্চিন্তপুর-প্রতাপপুর (ভায়া বামুজা পানদীঘি) সড়কের এক কিলোমিটার সড়কের মেরামত দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করতে বাধা দেওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ও কর্মচারীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় ঠিকাদারকে আসামি করে থানায় মামলা হয়েছে।

এলজিইডির কাহালু উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাজিদ বিন জাহিদ (৪০) বাদী হয়ে ঠিকাদার নুরুল ইসলামের বিরুদ্ধে গত শনিবার কাহালু থানায় লিখিত অভিযোগ করেন। তিন দিন পর সোমবার তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সড়ক নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারে বাধা দিতে গেলে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে তাঁকে (মাজিদ বিন জাহিদ) এবং তাঁর সঙ্গে থাকা এলজিইডির কার্য সহকারী আবদুর রউফকে মারধর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও