এ কেমন বাটপারি?
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ০২:৪৭
১৯৭১ সালে সারা দেশে যখন অসহযোগ চলছিলো, ঠিক সে সময় নকল দলিল করে অর্পিত সম্পত্তি নিজের নামে লিখে নেন, যশোরের সুজায়েত নামে এক ব্যক্তি। দীর্ঘ আইনি পথ পেরিয়ে, মঙ্গলবার আপিল বিভাগ এক রায়ে, এ জমির ফেরত পান প্রকৃত মালিক।
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বাধীনতার ডাক দিলেন বঙ্গবন্ধু। এরপরই সারাদেশে শুরু হয় অসহযোগ আন্দোলন। বন্ধ হয়ে যায় গাড়ি ঘোড়া সবকিছুই। ঠিক সেসময় যশোরের তৃতীয় মুন্সেফ আদালতের এক তরফা রায়ে, কোতয়ালীর বকচরের ৪১ শতাংশ জমি বুঝে নেন সুজায়েত আলী খান।