![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/ss-20201123151754-2011240822.jpg)
সানা খান-কে নিয়ে জোরদার ট্রোল নেট জনতার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৪:২২
ধর্মের জন্য বিনোদন দুনিয়ে ছেড়েছেন। এবার থেকে ধর্মের পথেই চলবেন। যা করবেন, তা আল্লাহর নির্দেশ মেনেই করবেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমনই পোস্ট করেন সানা খান। ওই পোস্টের কয়েক দিনের মধ্যেই বিয়ে করে ফেলেন সানা খান। গুজরাটের মৌলানা আনাস সাঈদকে বিয়ে করে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যখন সানা ছবি শেয়ার করেন, তারপর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়।
আল্লাহর নির্দেশের গুজরাটের মৌলানা বিয়ে করেছেন বলে সানা জানালে, তাকে ট্রোল করতে শুরু করেন নেট জনতার একাংশ। মডেল অভিনেত্রী সোফিয়া হায়াতের মতো অবস্থা হবে সানা খানের। এমন মন্তব্য করতে শুরু করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, ক্যাথোলিক গাউন পরে, কেক কেটে মৌলানাকে বিয়ে করেন সানা খান।