
কিশোরগঞ্জে কৃষক লীগের আনন্দ শোভাযাত্রা
ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু হয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।