কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতের তুলা বেচবে টিসিবি

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৯:৫১

সয়াবিন তেল, পেঁয়াজ, ডাল, চিনি ও আলুর পাশাপাশি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শিগগিরই ভারতীয় তুলা বিক্রি করলে অবাক হওয়ার কিছু থাকবে না। সরকারের পক্ষ থেকে তেমনি এক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। চুক্তি হলে বছরে ভারত থেকে ১৫ লাখ বেল তুলা আসবে। সেই তুলা টিসিবি বিক্রি করতে না পারলেও সরকারের কোষাগার থেকে ভারতের রপ্তানিকারকদের অর্থ পরিশোধ করা হবে।

বস্ত্রকলমালিকেরা পুরো বিষয়টিকে অযৌক্তিক বলছেন। তাঁদের বক্তব্য, বস্ত্রকলের প্রধান কাঁচামাল হচ্ছে তুলা। সেই তুলার মানের ওপরই সুতা ও কাপড়ের মান নির্ভর করে। ক্রেতার চাহিদার ভিত্তিতে বস্ত্রকলগুলো বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করে। তাই কোনো নির্দিষ্ট দেশ থেকে তুলা আমদানির বিষয়টি চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এতে বাংলাদেশ নয়, ভারতের ব্যবসায়ীরাই বেশি লাভবান হবেন। আর লোকসানের আশঙ্কায় থাকবে টিসিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও