কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে শীতের বাতাস

বাংলা ট্রিবিউন আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৯:২৩

সারা দেশেই গত কয়েকদিনে হঠাৎ করে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের হাওয়া বইছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। গত তিন দিনে গড়ে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আগামী কয়েকদিনে আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

গত ২০ নভেম্বর যেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেতুলিয়ায় ১৫ দশমিক ৬, সেখানে ২৩ নভেম্বর তা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী বিভাগের বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

একইভাবে ২০ নভেম্বর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১, ২৩ নভেম্বর তা কমে গিয়েছে ৫ ডিগ্রি, হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহ বিভাগে কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০ নভেম্বর ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০। ২৩ নভেম্বর তা কমে গিয়ে হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও