কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘একতার সঙ্গে আমার তুলনা চলে না’

আনন্দবাজার (ভারত) বলিউড, মুম্বাই প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০১:০৮

প্রযোজক হিসেবে আপনার প্রথম ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল বলে কোনও আক্ষেপ রয়েছে?

মার্চ মাসে যখন সিনেমা হল বন্ধ হয়ে গেল, তখন প্রযোজক হিসেবে আমার যেমন চিন্তা হয়েছিল, তার চেয়েও বেশি মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু একটা সময়ের পর আমরা সকলেই বুঝতে পেরেছিলাম, এই খারাপ সময়টা অনেক দিন থাকবে। তাই পরিস্থিতির দাবি মেনে ওয়েব প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। তবে যে ভাবে ছবিটা দর্শক গ্রহণ করেছেন, তার পরে প্রযোজক হিসেবে আমার কোনও আফসোস নেই।

আপনার বোন একতা কপূর অনেক নতুন প্রতিভাকে সুযোগ দিয়েছেন। প্রযোজক হিসেবে আপনি নতুন অভিনেতাদের কতটা সুযোগ দেবেন?

একতার সঙ্গে আমার তুলনা করাটা বোধহয় এখনই ঠিক হবে না। একতা দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। বহু নতুন ছেলেমেয়েকে সুযোগও দিয়েছে, যাঁদের বেশির ভাগই এখন তারকা। আমার সঙ্গে ওর কোনও তুলনা বা প্রতিযোগিতা চলে না। প্রযোজক হিসেবে ‘লক্ষ্মী’ আমার প্রথম ছবি। আরও কয়েকটি ছবি নিয়ে পরিকল্পনা ও কথাবার্তা চলছে। খুব তাড়াতাড়ি কাজও শুরু করব। আর আমি মনে করি, একটা ছবির কাস্টিং ঠিক হয় তার চিত্রনাট্যকে মাথায় রেখে। কে তারকা বা কে নবাগত, তা মাথায় রেখে নয়। আমি চেষ্টা করব, যাতে সব দিকে সমতা বজায় রাখতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও