![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fd40a8263-da69-4177-a25c-9097de938f5f%252FNAS_3372.JPG%3Frect%3D0%252C0%252C5520%252C2898%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প
প্রথম আলো
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১৩:৩৬
মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হচ্ছে। ‘দামাল’ নামের এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করতে যাচ্ছেন। ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে ছবির শুটিং শুরু হচ্ছে। ছবির অভিনয়শিল্পীদের মধ্যে আছেন মিম, শরিফুল রাজ, সিয়াম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা, বৃষ্টি প্রমুখ।
ফরিদুর রেজা সাগরের কাহিনিতে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির পরিচালক রায়হান রাফী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা। ছবির শুটিং শুরুর আগে গতকাল রোববার ঢাকার বনানীতে শিল্পী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান।