আগ্নেয়গিরির লাভায় পাথর হয়ে যাওয়া প্রাচীন দুই মানুষ!
ইতালির পম্পেই নগরী একসময় ব্যাপক জনপ্রিয় ছিল। প্রায় দুই হাজার বছর আগে আগ্নেয়গিরির লাভার নিচে ঢাকা পড়েছিল পম্পেই। প্রত্নতাত্ত্বিকরা সেই সময়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন।
দুই হাজার বছর আগে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরি দুই দিনব্যাপী সর্বনাশা অগ্ন্যুৎপাত করে। আর সেই আগ্নেয়গিরির লাভায় পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে যায়।