![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F27ef0070-1116-444d-96b2-7918a797e7e2%252FBADAMTOLI__1.JPG%3Frect%3D0%252C538%252C6720%252C3528%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বুড়িগঙ্গার তীরে ১৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাট এলাকায় ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে নদীর তীরভূমির অন্তত তিন একর জমি উদ্ধার হয়েছে। এ সময় নদীর জায়গা দখল করে ভরাট করা এক হাজার ফুট মাটিও অপসারণ করা হয়।
রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ হাজি সেলিমের লোকজন নদীর জায়গা দখল করে সেখানে ফলের আড়ত বসিয়েছিলেন। গত বছরের জুলাইয়ে সেখানে অভিযান চালিয়ে দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু করোনা মহামারির সময় আবার সেখানে দোকানপাট বসানো হয়েছে।