জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছরের মার্চে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও সৌদি যুবরাজকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা দুলাইহান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতে এলে সৌদি যুবরাজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে সৌদির রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তার দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বিশেষ করে দেশটির আরামকো, অ্যাকুয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন, রেড সি গেটওয়ে টার্মিনাল, ডেইলিম ও আলজুমেইরাহসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ইসা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.