টিআইএন আছে, আয় নেই, কর রিটার্ন কি দিতে হবে?
প্রথম আলো
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ২০:৩২
কর চিহ্নিত নম্বর বা টিআইএনে আছে ১২টি সংখ্যা। অনেকেরই প্রশ্ন, ১২ ডিজিটের এই টিআইএন আছে কিন্তু করযোগ্য আয় নেই। তাহলে কি আয়কর বিবরণী বা ইনকাম ট্যাক্স রিটার্ন কি জমা দিতেই হবে? এক কথায় এর উত্তর হচ্ছে অবশ্যই দিতে হবে। কর যোগ্য আয় না থাকলেও দিতে হবে। তবে সামান্য একটু ব্যতিক্রম আছে।
তিন শ্রেণিতে টিআইএন থাকলেও যদি করযোগ্য আয় না থাকে, তাহলে কর রিটার্ন দেওয়ার দরকার নেই। যেমন অনেকে জমি বিক্রি করতে নিয়ম মেনে টিআইএন নিয়েছিলেন, কিংবা টিআইএন নিয়েছিলেন ক্রেডিট কার্ড করার জন্য। করযোগ্য আয় না থাকলে তাঁদের আর কর রিটার্ন দেওয়ার দরকার নেই। এ ছাড়া বাংলাদেশে কোনো ‘ফিক্সড বেজ’ বা স্থায়ী ভিত্তি নেই, এমন অনাবাসীদেরও কর রিটার্ন দিতে হচ্ছে না। এর বাইরে যাঁদেরই করযোগ্য আয় আছে, তাঁদের রিটার্ন দিতেই হবে।