![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/22/og/180248_bangladesh_pratidin_DINAJPUR---Ambulance-ASY,-Chalok-Nai,-Voganty--Rogider-PIC.jpg)
খানসামায় অ্যাম্বুলেন্স আছে চালক নেই, ভোগান্তি চরমে
জেলায় কয়েকবারের শ্রেষ্ঠ দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ দীর্ঘদিন থেকে অ্যাম্বুলেন্স চালক না থাকায় দুর্ভোগের শিকার রোগীরা।
দীর্ঘ দেড় বছর অতিবাহিত হলেও এ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোন অ্যাম্বুলেন্স চালক পদায়ন হয়নি। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে দুটি ও খোলা আকাশের নিচে পড়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।