গলায় মাছের কাঁটা বিঁধলে তাৎক্ষণিক যা করবেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৭:২৩

প্রায়শই মাছ খেতে গেলে মাছের কাঁটা গলায় আটকে যায়। অনেকে তো আছেন মাছের কাঁটার ভয়ে মাছ খাওয়াই বাদ দিয়ে দিয়েছেন। গলায় কাঁটা বিঁধলে তা একদিকে যেমন অস্বস্তিকর তেমনি কষ্টকরও বটে! তাই মাছ খাওয়ার সময় সাবধানে খেতে হবে। তবে কাঁটা যদি বিঁধে যায় তবে কী করবেন।

আসুন জেনে নেই গলায় মাছের কাঁটা বিঁধলে তাৎক্ষণিক যা করবেন- > শুকনা ভাত চটকে দলা পাকিয়ে নিন। এরপর দলাটা গিলে ফেলুন। অল্প পানি খেয়ে নিন। একবারে না হলে বার কয়েকবার চেষ্টা করুন। এভাবেই কাঁটা নেমে যায় বেশির ভাগ সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও