ভারতের ত্রিপুরায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ১
ভারতের ত্রিপুরা রাজ্যের কাঞ্চনপুরে ব্রু উপজাতির মানুষদের পুনর্বাসন দেয়ার বিরুদ্ধে চলা বিক্ষোভ-অবরোধ কর্মসূচিতে গুলি চালিয়েছে পুলিশ। এতে শ্রীকান্ত দাস নামে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শনিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিজোরাম থেকে প্রায় দুদশক আগে পালিয়ে আসা ব্রু উপজাতির প্রায় ৩৫ হাজার মানুষকে ত্রিপুরায় পুনর্বাসন দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
এজন্য গত জানুয়ারিতে কেন্দ্র, রাজ্য ও উপজাতির নেতাদের মধ্যে এক চুক্তিও হয়। কিন্তু কাঞ্চনপুরের স্থানীয় মানুষরা অত সংখ্যক শরণার্থীকে সেখানে পুনর্বাসন দেয়ার বিরোধিতা করছেন। গত সোমবার থেকে কাঞ্চনপুরে অনির্দিষ্টকালের জন্য বনধ যেমন চলছে, তেমনই নিষেধাজ্ঞা ভেঙেই প্রতিদিন মিছিল-মিটিং করছে হাজার হাজার নারী-ছাত্রছাত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.