![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhabigonj-20201122115831.jpg)
বিলীনের পথে সাতছড়ির ত্রিপুরা পল্লী
চলতি বছর দফায় দফায় টানা বর্ষণে ছড়ায় পহাড়ি ঢলে ভেঙে গেছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীর রাস্তা ও বাড়িঘর। পল্লীর বাসিন্দা ২৪টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটিও ভেঙে গেছে।
টিলা ধসে ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এটি রক্ষায় এখনই উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন পল্লীর বাসিন্দারা। গাইডওয়াল দিয়ে এটি সংস্কার না করলে আগামী বর্ষায় পল্লীর বাড়িঘর বিলীন হয়ে যেতে পারে বলে আশংকা করছেন তারা।