ভোটে সুস্পষ্টভাবে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় থাকতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ নীলনকশাও কার্যত ভণ্ডুল হয়ে গেছে। শুক্রবার এক দিনে দুই রাজ্য থেকে চূড়ান্ত আঘাত এসেছে ট্রাম্পের ওপর। এদিন জর্জিয়ায় জো বাইডেনের জয়ের সার্টিফিকেট দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। ট্রাম্পের শেষ ট্রাম্পকার্ড মিশিগানের কর্মকর্তারাও বলেছেন, বাইডেনের জয়ের সার্টিফিকেট না দেওয়ার পক্ষে কোনো প্রমাণাদি তাদের কাছে নেই। ট্রাম্প এখানকার রিপাবলিকান প্রশাসনকে ব্যবহার করে বাইডেনের জয় ঝুলিয়ে রাখার নিষ্ম্ফল চেষ্টা করেছিলেন। এদিকে পেনসিলভানিয়া রাজ্যে ভোট গণনা স্থগিত রাখার পক্ষে আদালতে ট্রাম্পের আইনজীবী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সব মিলে রাজ্য আইনসভার মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশাও শেষ হয়ে গেছে ট্রাম্পের। তবে ট্রাম্প এখনও নিজের পরাজয় স্বীকার করেননি। ট্রাম্প মিশিগানের প্রভাবশালী দুই রিপাবলিকানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। রাজ্য সিনেট সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মাইক সিরকেই এবং রাজ্য আইনসভার স্পিকার লি চ্যাটফিল্ড শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। ওয়াশিংটন পৌঁছানোর পর বিমানবন্দরে একদল বিক্ষোভকারী তাদের দেখে স্লোগান দেন। বিক্ষোভকারীরা মিশিগানের ভোট অবিলম্বে প্রত্যয়ন করার দাবি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.