সেই রবিউলকেই আসামি করে অভিযোগপত্র
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এতে ইউএনও কার্যালয়ের বরখাস্ত চতুর্থ শ্রেণির কর্মচারী (ফরাস) মো. রবিউল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।
শনিবার দিনাজপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম আবু জাফর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই অভিযোগপত্র জমা দেন।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে সরকারি ডাকবাংলোতে হামলার শিকার হন ঘোড়াঘাটের তৎকালীন ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখ। এই ঘটনায় ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ ঘোড়াঘাট থানায় মামলা করেন।