![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fvery_big_1%2Fpublic%2Ffeature%2Fimages%2Fjewel_aich_1.jpg%3Fitok%3DP0JyZzIw)
সুস্থ হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন জুয়েল আইচ
করোনায় আক্রান্ত নন্দিত যাদুশিল্পী জুয়েল আইচকে গত বৃহস্পতিবার আইসিইউ থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সাধারণ কেবিনে নেওয়া হয়েছে। সেখানেই চলছে তার চিকিৎসা।
আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগের চেয়ে ভালো, তবে সুস্থ এটাও বলতে পারছি না। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তারা বলছেন আগের চেয়ে সুস্থ। আমাকে সাহসও দিচ্ছেন। খুব শিগগির হয়তো ভালো খবর দিতে পারবো।’
জুয়েল আইচের স্ত্রী বিপাশা ও মেয়ে খেয়া করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি।