'পাসওয়ার্ড' নিয়ে আমরা অনেকেই বিশেষ মাথা ঘামাই না। যে পাসওয়ার্ড সহজে মনে রাখা যায়, সেটিকেই আমরা সাধারণত বেছে নিয়ে থাকি। আর এতেই অনেকক্ষেত্রে লুকিয়ে থাকে বিপদ। আমরা এমনকিছু পাসওয়ার্ড দিয়ে বসি, যা সহজেই হ্যাকাররা ব্রেক করে ফেলে।
পাসওয়ার্ড ম্যানেজার 'নর্ডপাস'-এর প্রতিবেদনে সম্প্রতি এবছর ব্যবহৃত এমনই ২০০টি পাসওয়ার্ডের কথা প্রকাশ্যে আনা হয়েছে। যার মধ্যে রয়েছে সর্বপ্রথম রয়েছেন '123456', এটি ২৩ মিলিয়ন বার ব্যবহৃত হয়েছে। ব্যবহারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে '123456789' পাসওয়ার্ডটি। তৃতীয় স্থানে রয়েছেন 'picture1'।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.