ভূটানের স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত : নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আগামী বছরই ইসরোর সাহায্য ভূটানের উপগ্রহকে(স্যাটেলাইট) মহাকাশে পাঠান হবে। সেই প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। চলতি বছর ডিসেম্বরেই ভূটানের চার স্পেস ইঞ্জিনিয়ার ভারতে আসবেন। তারা খতিয়ে দেখবেন ইসরোর কাজ।
আজ শুক্রবারদ্বিতীয় দফায় 'রুপে কার্ড' উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী একথা বলেন। এতে উপস্থিত ছিলেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও। মোদী
আরও বলেন, ভারত-ভূটান দুটি দেশই শাস্তি প্রক্রিয়া বজায় রাখতে কার্যকরী অবস্থান গ্রহণ করেছে।। দু'টি দেশ নিজেদের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রেও জোর দিয়েছে। উভয় দেশই প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করার বিষয়ে আলোচনা করেছে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১২ মাস আগে