You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে ‘বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের’ যাত্রা

নগরীর পাহাড়তলী সাগরিকা রোডে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বহুতল একটি ভবনে যাত্রা শুরু করেছে ‘বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল’। শুক্রবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় ‘এক টাকায়’ দরিদ্র মানুষকে সেবা দিতে চলবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের হাসপাতালটির কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “বিদ্যানন্দ মানবতার সেবায় অনুকরণীয় দায়িত্ব পালন করছে এবং করোনার সংকট মোকাবেলায় স্থাপিত কোভিড ফিল্ড হাসপাতাল একটি মাইলফলক হয়ে আছে। “দরিদ্র মানুষ যেন বিদ্যানন্দ হাসপাতালে সেবা পায় সেজন্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংটি বিদ্যানন্দকে দেওয়া হয়েছে। এমন উত্তম কাজে চট্টগ্রামবাসীকে এগিয়ে আসতে হবে যেন শ্রমজীবী মানুষ চিকিৎসা সেবা পায়।” বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নওফেল। বিশ্ববিদ্যালয়ের এই ভবনটি আগে ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন