You have reached your daily news limit

Please log in to continue


বন্ধুত্বের ডজন 'হাফ ডজন সিক্রেট'! মেয়েদের যা জানা জরুরি...

এই সময় জীবনযাপন ডেস্ক: বেস্ট ফ্রেন্ড খুঁজে নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে মেয়েদের মধ্যে। বিশেষত টিনএজ বয়সে। মেয়েরা ধরেই নেয় এই বন্ধুত্ব একদম খাঁটি। আর এমন বন্ধন সবদিন থাকবে। মেয়েরা ধরেই নেয়, বেস্ট ফ্রেন্ড মানে তার সঙ্গে কোনওদিন ঝগড়া হবে না। সবসময় মতের মিল থাকবে। কিন্তু শেষ পর্যন্ত এই সব শর্ত মেনে কোনও সম্পর্কই টেকে না। অবশ্যই দুজন মেয়ে ভালো বন্ধু হতে পারেন। একে অপরকে ভালো উপদেশও দেন। কিন্তু এটা ধরে নেওয়া ভুল যে দুজন মেয়ে সবসময়ই খুব ভালো বন্ধু হবেন। একজনের খুশির জন্য, অন্যজন তাঁর অনিচ্ছা সত্বেও সবকিছু করে যাবেন এটা ঠিক নয়। এছাড়াও অনেক অভিভাবক ছোট থেকেই মেয়েদের শেখান ছেলেদের সঙ্গে মিশতে না। এর ফলে মেয়েদের মনে ছেলেদের সম্পর্কে বেশ কিছু খারাপ ধারণা জন্মায়য। একজন ছেলেও একটি মেয়ের খুব ভালো বন্ধু হতে পারে, ছোট থেকেই সন্তানকে এই বিষয়ে সচেতন করতে হবে। বন্ধুত্বের আসল অর্থ কিন্তু অভিভাবকদেরই বোঝাতে হবে। নইলে তৈরি হতে পারে বিরূপ মানসিকতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন