নবীগঞ্জে সূর্যের হাসি ক্লিনিককে জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জে সূর্যের হাসি ক্লিনিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্রের কপি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ও অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালানোর অপরাধে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, উপজেলার স্বস্তিপুর এলাকায় সূর্যের হাসি ক্লিনিকে (এসএসকেএস ক্লিনিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্রের কপি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট ও অনুমতিবিহীন অপারেশন থিয়েটার চালানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।