যে কারণে কাজ থেকে বাদ পড়তেন বলিউডের এই নায়িকা

আরটিভি বলিউড, মুম্বাই প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১১:৩৪

চিত্রাঙ্গদা সিং। বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী তিনি। ৪৪ বছর বয়সেও নিজের ফিগার রুপ ধরে রেখেছেন। ভক্তরাও বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন। অভিনয়ই তার মূল শক্তির জায়গা। সম্প্রতি বর্ণবিদ্বেষ শিকার হওয়া নিয়ে মুখ খুলেছেন চিত্রাঙ্গদা। ক্যারিয়ারের শুরু দিকে তার গায়ের রং নিয়ে কথা শুনতে হয়েছে এবং কাজ হাতছাড়া হয়েছে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, এ দেশে গায়ের রং কালো মেয়েদের বেঁচে থাকার দুর্দশা অনুভব করেছেন তিনিও। ভারতের মতো দেশে আজও মেয়েদের গায়ের রং নিয়ে যে বাছাই ও বিচার রয়েছে তা নিয়ে তিনি অবহিত এবং এর তীব্র প্রতিবাদ করেন তিনি। নিজের ত্বক ও চেহারা নিয়ে যে কোনও মানুষের গর্বিত হওয়া উচিত বলেই মনে করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও