![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/11/20/image-192107.jpg)
ছাদ ভেঙে পড়ল গ্রহাণু, রাতারাতি কোটিপতি!
ঢাকা টাইমস
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ০৮:১৬
বিরল ঘটনা। একেই বলে ভাগ্য! কে জানত এক রাতের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন জসুয়া হুটাগালুং। মাত্র ৩৩ বছর বয়সে তার জীবনে ঘটবে এমন কাণ্ড! গত আগস্ট মাসে একদিন বাড়ির বাইরে কাজ করছিলেন তিনি। এমন সময় বাড়ির ছাদ ভেঙে একটি গ্রহাণুর ২.১ কেজি ওজনের একটি অংশ এসে পড়ে বাড়ির মধ্যে। বাড়ির ছাদ ভেঙে যাওয়ায় তো হা হুতাশ করার কথা তার, কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই উল্টো।
তিনি এই ঘটনার পর থেকে মহানন্দে রয়েছেন। কারণ, এই গ্রহাণুর অংশটির দাম উঠেছে প্রায় ১০ লাখ পাউন্ড (৯.৮ কোটি টাকা)। তিনি বলেন, ‘যখন এই ঘটনা ঘটে, তখন তীব্র একটা শব্দ হয়। ছাদ-সহ বাড়ির কিছু অংশ যেমন ভেঙে গিয়েছে, তেমনই শব্দে কেঁপে উঠেছে গোটা এলাকা।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে