![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/11/20/082250visa.jpg)
১২ দেশের ভিসা স্থগিত করল আমিরাত
১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা আটকাতেই তাদের দেশও ওই তালিকায় রাখা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা জানতে পেরেছি আমিরাত সাময়িকভাবে পাকিস্তান-সহ ১২টি দেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে এরই মধ্যে যে ভিসা দেওয়া হয়ে গেছে, সেগুলো আর বাতিল হবে না।