![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/age-2011192247.jpg)
চট্টগ্রামে খুন করে সেন্টমার্টিনে আত্মগোপন
চট্টগ্রামের হাটহাজারীতে এক লেগুনা চালককে গলা কেটে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. ইমন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন।
এর আগে বুধবার কক্সবাজারের টেকনাফ থানার সেন্টমার্টিন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো. ইমন কুমিল্লার লাকসাম উপজেলার বাতাবাড়িয়া এলাকার মো. সোলেমানের ছেলে। বর্তমানে হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট আব্বুর কলোনি এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।