ভারতে কতদিনের মধ্যে করোনা টিকা আসবে, জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৮:৪১

আগামী তিন-চার মাসের মধ্যে দেশে করোনা টিকা চলে আসবে বলে বিশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধনের। এফআইসিসিআই এফএলওজ-এর ওয়েবিনারে একথা জানালেন তিনি। ভারতে একাধিক করোনা ভ্যাকসিনের পরীক্ষা চলছে। কোনওটি আছে তৃতীয় পর্যায়ে কোনওটি আছে দ্বিতীয়তে। এর মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, ‘‘আগামী তিন, চার মাসের মধ্যে দেশে করোনা টিকা চলে আসবে। করোনার টিকা প্রথম দেওয়া হবে সামনের সারির করোনা যোদ্ধাদের, তারপর দেওয়া হবে বৃদ্ধ, মহিলা ও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মানুষদের।’’

হর্ষবর্ধন এদিন জানিয়েছেন, আগামী বছর জুলাই-অগস্টের মধ্যে দেশের ২৫ থেকে ৩০ কোটি মানুষের জন্য করোনার টিকা বাজারে আনা সম্ভব হবে। তাঁর কথায়, ‘‘আপনারা সবাই জানেন, প্রতিষেধক দেওয়ার বিষয়ে প্রাধান্যের তালিকা তৈরি করতেই হবে। করোনা যোদ্ধাদের আগে টিকা দেওয়া জরুরি।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও