হত্যার বিচার চেয়ে ছেলের ছবি হাতে রাস্তায় মা–বাবা
হাতে ছেলের ছবি। রাস্তার পাশে দাঁড়িয়ে মা–বাবা। এভাবেই ছেলে হত্যার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন তাঁরা। বলছেন, ছেলেকে তাঁরা আর কোনো দিন ফিরে পাবেন না। তবু হত্যার বিচার পেলে কিছুটা হলেও শান্তি পাবে ছেলের আত্মা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই দুজন। তাঁরা হলেন কাশিয়ানীর সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়া ও তাঁর স্ত্রী জেসমিন বেগম। তাঁরা ছেলে মো. শামীম মিয়ার (১২) হত্যার বিচার চান।
জেসমিন বলেন, ‘আমার ছেলে মেধাবী ছিল। তাকে বিসিএস ক্যাডার বানানোর স্বপ্ন দেখছিলাম। কিন্তু দুর্বৃত্তরা তাকে হত্যা করে সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।’