You have reached your daily news limit

Please log in to continue


পশ্চিমবঙ্গে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলায় একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালের এ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কারখানার গোডাউনে বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে। কারখানার রিসাইকেল বিন মেশিন থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, বিস্ফোরণের সময় কারখানায় প্রচুর শ্রমিক কাজ করছিল। বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত এবং আরো চারজন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল কর্মীরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মালদাহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সুজাপুরের একটি প্লাস্টিক কারখানায় এই বিস্ফোরণ ঘটে। উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভেতরে আরো কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন