সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নিয়ে জটিলতার অবসান
‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিল গত বুধবার রাতে জাতীয় সংসদে পাস হয়েছে। এটি দেখার হাওরপাড়ে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। বিলটি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
দেখার হাওর সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাজুড়ে বিস্তৃত। এটি সুনামগঞ্জের সবচেয়ে বড় হাওর। এখানে বিশ্ববিদ্যালয়টির স্থাপনের সিদ্ধান্তের মধ্য দিয়ে স্থান নির্ধারণ নিয়ে জটিলতার অবসান ঘটল।
সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এতে আমরা খুবই আনন্দিত। এটিই হবে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জেলার সাংসদেরাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি, এখন এটি বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হবে।’