নির্যাতনের শিকার হলেও কেন মুখ খোলে না পুরুষ?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১২:৫৪
নারী নির্যাতনের শিকার, পুরুষ নির্যাতনকারী! সমাজের নির্দিষ্ট করে দেওয়া এই ‘রোল প্লে’ করতে গিয়ে নিজের জালেই আটকা পড়েছে পুরুষ! মানবাধিকারকর্মীরা বলছেন, সামাজিক বাস্তবতায় ‘নির্যাতন’, ‘নির্যাতিত’ এই শব্দগুলো নারীর জন্যই মূলত বরাদ্দ করে দেওয়ায় পুরুষ নির্যাতনের বিচারের দাবি নিয়ে মাঠে নামতে পারছে না।
যে পুরুষ তার নির্যাতনের কথা বলছেন, তিনি সমাজে নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছেই হাসির পাত্র হয়ে উঠছেন। কখনও কখনও সংবেদনশীল পুরুষ যথেষ্ট ‘পৌরুষ’ না থাকার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। তারা আরও বলছেন, পুরুষ নির্যাতনের অনেক ইস্যু আসে। কিন্তু সেসবকে গুরুত্ব দিয়ে আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয় থাকে না। কেননা যেসব নির্যাতনের অভিযোগ আসে সেগুলোর প্রায় শতভাগই মানসিক।